Header Ads

আজ বাংলা
ইংরেজি

ইসলামী আন্দোলনের কমিটিতে নতুন দুই মুখকাউসার সিদ্দিক ; দেশের দুইজন শীর্ষস্থানীয় আলেমকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদে মনোনয়ন দেন ইসলামী  আন্দোলন বাংলাদেশের  আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।


 
আলেম দুজন হলেন- বালাদেশের অন্যতম শীর্ষ মুফতি,বিশিষ্ট লেখক ও আলোচক,শায়খ জাকারিয়া রহ. ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক  শায়খুল হাদীস মুফতী মীযানুর রহমান সাঈদ  হাফিজাহুল্লাহ এবং সদ্য প্রয়াত জিরি মাদরাসার মুহতামিম আল্লাহ শাহ মুহাম্মদ তৈয়ব রহ. এর ছেলে জামিয়া আরাবিয়া জিরি চট্টগ্রাম-এর বর্তমান মহাপরিচালক মাওলানা খুবায়েব বিন তৈয়্যব।

আজ শুক্রবার দলীয়  আমীর বিশিষ্ট এই দুই আলেমকে  মনোনয়ন দেন।
উল্লেখ্য সদ্য অনুষ্টিত কাউন্সিলে বিশিষ্ট গবেষক মাওলানা আ ফ ম খালিদ এবং লব্ধপ্রতিষ্ট লেখক মাওলানা উভায়দুর রহমান খাঁন নদভীকেও উপদেষ্টা পর্ষদে স্থান দেয় দলটি৷ 
নেটিজেনরা মনে করেন এর দ্বারা ইসলামী আন্দোলন অনন্য উচ্চতীয় পৌঁছে যাবে৷ পাশাপাশি চিন্তাশীল তরুণ নেতৃত্ব তৈরী করতে সক্ষম হবে দলটি৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.