শেখবাড়ী জামিয়ার পুকুর ভরাট প্রজেক্টে শরীক হওয়ার আহ্বান
শেখবাড়ী জামেয়া ৷ বৃহত্তর সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ৷ সিলেটের বিখ্যাত বুযুর্গ শাইখুল হাদীস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী দা.বা. এর হাত ধরে ২০০৩ সালে যাত্রা শুরু করে জামিয়া৷
জামিয়ার শিক্ষা-দীক্ষা,তালীম,তারবিয়াতের অভুতপূর্ব সাড়া পড়েছে সিলেটের বৃহৎ এই অঞ্চলে৷
বর্তমানে জামিয়া তিন তলা শিক্ষা ভবন,পাঁচ তলা ছাত্রাবাস,দ্বিতল মসজিদে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে৷ দিন দিন ছাত্র সংখ্যা বৃদ্ধি হওয়ায় জায়গার সংকটে পড়ছে জামিয়া৷ এই সংকট দূর করার লক্ষ্যে পীর সাহেব বরুণা জামিয়ার পেছন দিকে পুকুর ভরাট করে সাত তলা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন৷
ইতিমধ্যে পুকুর ভরাটের কাজ চলছে৷
ব্যায়বহুল এই দ্বীনি কাজে শরীক হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান করা হচ্ছে৷
পুকুর ভরাট প্রজেক্ট:
এক গাড়ী মাটি বাবদ: ১২০০ টাকা৷
যোগাযোগ:
০১৭১৯ ১৯০২১৬ (বিকাশ)
০১৭৫২ ০৯১১৪২
০১৭৩৩ ৯৭৩৬০৩
-
কোন মন্তব্য নেই