দুটো ছবির মধ্যে ১২০০ বৎসরের পার্থক্য
দুটো ছবির মধ্যে প্রায় ১২০০ বৎসরের পার্থক্য। প্রথমটি হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের আর দ্বিতীয়টি হচ্ছে,মুসলিম গবেষক আল জাহিযের লিখিত (৭৭৬-৮৬৮/৮৬৯) কিতাব আল হায়াওয়ান (The book of Animals) থেকে সংগৃহীত। যাহাতে উনি এমন এক পাখির কথা উল্লেখ করেছেন, যাহা কুমিরের দাঁতের মধ্যে কুঁটেকুঁটে নিজের রিজিক (খাবার) হাসিল করে থাকে আর কুমিরেরও ইহাতে প্রশান্তি লাভ হয়।
আল্লাহ তায়ালা সবকিছুর উপর ক্ষমতা রাখেন।
কোন মন্তব্য নেই