ফ্রান্সে রাসূল সা. এর ব্যাঙ্গচিত্র এঁকে অবমান ; প্রতিবাদে উত্তাল মৌলভীবাজার
হিফজুর রাহমান: ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর ব্যাঙ্গচিত্র এঁকে অবমাননা এবং ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে, জামেয়া রাহমানিয়া মৌলভীবাজার মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
জামেয়া রাহমানিয়া মৌলভীবাজার মাদ্রাসার বিক্ষোভ মিছিলের ডাকে অংশগ্রহণ করেন,গ্রামাঞ্চলের অনেক মুসল্লি।
বিক্ষোভ মিছিল,রাহমানিয়া মাদ্রাসা থেকে হিলালপুর হয়ে,মৌলভীবাজারের কুসুমবাগ পয়েন্টে একত্রিত হয়ে সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন,মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হা. শায়খ জামিল আহমদ আনসারী।
বক্তব্য রাখেন,মাদ্রাসার শিক্ষাসচিব হা. আসআদ আহমদ। শিক্ষক মাওলানা যায়নুল আবেদিন,আ.সামাদ সাহেব ও শিক্ষার্থী হা.হাবিবুর রাহমান সহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।
বিক্ষোভ মিছিলের সমাবেশে বক্তারা ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বাংলাদেশের জাতীয় সংসদে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ ও ফ্রান্সের সাথে রাজনৈতিক, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সেইসাথে ভারত রাষ্ট্র ফ্রান্সের পক্ষাবলম্বন করায়, ভারতের সকল পণ্যও বয়কট করার আহ্বান করেন।
সমাবেশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো’র কুশপুতুলে জুতাপেটা এবং তাঁর ছবি ও ফ্রান্সের পতাকায় আগুন দিয়ে পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীরা।
কোন মন্তব্য নেই