বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর জানাজার নামাজ সম্পন্ন
সুন্নাহ ডেক্স : মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। সোমবার দিবাগত (১৮ আগস্ট) রাত আড়াইটার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
করোনা আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট আজিজুর রহমান বিএসএমএমইউ-তে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।
আজিজুর রহমান কর্মজীবনে সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর জানাজার নামাজ আজ ১৮ আগস্ট বিকাল ৪ ঘটিকার সময় সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে মৌলভীবাজারে নেমে এসেছে শোকের ছায়া।
কোন মন্তব্য নেই