কে এই হাড়কিপ্টে? সাবান ক্ষয়ের ভয়ে, গোসল করে একমাসে
লেখেছেন- ভুক্তভোগী
আপনারা হয়তো অনেক হাড়কিপ্টে মানুষের দেখা পেয়েছেন। দেখেছেন তাদের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড!
কবু কি ভেবেছেন,এই গরমের মৌসুমে একমাস গোসল না করলে, আপনার শারীরিক অবস্থা কি হবে!?
এটা কল্পনা করাও বোকামি। আপনি ভাবতে পারেন,আমি মিথ্যা বলছি। হ্যাঁ! আমি মিথ্যাই বলছি।
তার নাম হিফজুর রাহমান ফাহাদ। হিফজুর রাহমান নামটা সুন্দর হলেও, ফাহাদ নামটা হিফজুর নামের সাথে মিল পাওয়া যায়না। সুতরাং ফাহাদ নামের তালিল করা প্রয়োজন।
ফাহাদ শব্দ এসেছে ফাঁদ শব্দ থেকে। ফাহাদ শব্দ পড়তে কঠিন বিদায় "পাদ" রাখা হলো।
নামতো কাটছাঁট করা হলো, এবার দেখা যাক সে কতবড় হাড়কিপ্টে মানুষ।
গতকাল রবিবার তার এক বন্ধু তাকে বলেছিলো, "দোস্ত চল একটা পার্টি দে"
সাথেসাথে এই হাড়কিপ্টে লোকটা বলল, পেছনে বোম রেখেও যদি বলিস, তাও পাঁচটাকা দিয়ে পার্টি দেবোনা।
তাছাড়া এই হাড়কিপ্টে লোকটা প্রতি ওয়াক্তের নামাজের সময়,ওযু ছাড়া মসজিদে চলে যায়। ফেসবুকে এসে পোস্ট করে, "নামাজে যাচ্ছি, কেউ যাবা?"
এভাবে সে লোকদেখানো নামাজ পড়ে। জ্ঞানীগুণীরা দাবী করছেন,সে মারা গেলে তাই হাতির মতো বিরাটকার দেহ "পিপীলিকাও খাবেনা" চি চি, দূর দূর করে দৌড়ে পালাবে।
-আজ এ পর্যন্ত। পরবর্তি তথ্যের জন্য চোখ রাখুন নিউজ পোর্টালে
কোন মন্তব্য নেই