আজকের করুণ অক্তে ; কাউসার আহমাদ
কওমিয়াঙ্গন করলো অস্থিরদূর্নীতির ওই ঘূর্ণি
আশার আলো যাচ্ছে নিভে
লাজ লজ্জা সব চূর্ণি।
চরম গরম তথ্য ফাঁসে
হয় না শরম কভু
শক্ত করে রাখছে ওরা
ছাড়ছে না পদ তবু।
এহেন ক্ষণে কবির মুখে
শুনি আরেক কথা
পানি ঢাললেও ন্যায়নীতির ফুল
ফুটবে না কো যথা।
দূর্নীতিবাজের দূর্নীতি
এবং নিরাশ-বাণী
দুইটাই মোদের ডুবিয়ে দিবে
নিচের থেকে টানি।
মূলের পচন নির্মূল করে
যদি পানি ঢালি
ফুটবেই তবে বাহারি ফুল
মুছবে রাতের কালি।
হতাশ বাক্য ছুঁড়ে ফেলে
জ্বালো আগুন রক্তে
জাগো তরুণ টগবগিয়ে
আজকের করুণ অক্তে।
রচনাকাল -
২০/৭/২০২০
সোমবার
কোন মন্তব্য নেই