কাকের রাজত্ব- হিফজুর রাহমান
সেদিন ভোরে, মধুর সুরে, ঘুম ভাঙ্গালো ভোরের পাখি
সত্য-মিত্যা বললাম শত, তাদের সাথে কণ্ঠ রাখি।
কতকাল পর,বদলালো স্বর,পাল্টালো সব কথা,
কাঁদলাম সেথা, দুঃখের কথা,বক্ষে রাখলাম ব্যথা।
কাক চায় তার কাকের রাজ্য সুখে থাকুক হরদম,
চায় না কবু,পাখির রাজ্য পান করুক যমযম।
এতে বুঝি তাদের মান যায়যায়,গলায় ঝুলিবে তালা,
ওরা নির্বোধ,নয়তো বিবেক,গলায় পড়তো মালা।
ময়না,টিয়া ভাঙ্গা কণ্ঠে বলেছিলো কিছু কথা,
গলাচেপে, কণ্ঠরোধে বন্ধ করেছিলো, বাকস্বাধীনতা!
ওরা কাক, কাক থেকে গেলো, পাল্টালো না তাদের স্বভাব,
কা কা রবে, আকাশ মাতাবে,
দোয়ারে আসবে যখন অভাব!!
কোন মন্তব্য নেই