চন্দ্রবিন্দু, ফাটা মেঘ, রণপায়ে বাঁধা রোসনাইবাতি, আধপেটা চাঁদ বাড়ে রাস্তায় ক্ষুধা হয়ে, ঝলসানো রুটির ভাবনাতে একদল আকুল হয়ে ছুটে আসছে; হাড়ির নীচের ভাত অল্পেতেই শেষ! ওদের দেনা রেখে কর্তা মরেছে মহামারিতে।
কোন মন্তব্য নেই